সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড বৃদ্ধি - উদ্বেগে বাংলাদেশি প্রবাসীরা সতর্ক সরকারের
২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
স্পেশাল করেসপন্ডেন্ট | সৌদি আরব রিয়াদ |
সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের খবরে দেশটিতে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। গত কয়েক দিনের আন্তর্জাতিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে সৌদি আরব আগের সব রেকর্ড ছাড়িয়ে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যার একটি অংশ বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বড় একটি অংশ মাদক পাচার, মাদক বহন, হত্যা ও নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুতর অপরাধে দণ্ডিত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি অতীতের বিভিন্ন ঘটনায় বাংলাদেশি নাগরিকদের নামও উঠে এসেছে। যদিও সাম্প্রতিক কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতি বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।