ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে :

সময় বাংলার ||

০৩ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে। দেশে যখন দ্রব্যমূল্যের উর্ধ¦গতিরোধে-দুর্নীতি থামাতে সরকার ব্যর্থ; তখন এমন উদ্ভট সফর রাজনীতিকদেরকে বিক্ষুদ্ধ করে তুলছে। তারা ড. ইউনূস দেশে আসার পরপরই পতন ত্বরান্বিত করতে কর্মসূচি দিবে।  

৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ড. ইউনূসের উদ্ভট সফরের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে বোকা বানিয়ে একের পর এক দেশ বিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে ছাত্র-যুব-জনতার একটি অংশকে ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে। আমরা মনে করি বৈষম্য দূর করার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রায় সবাই বৈষম্য তৈরির জন্য কাজ করছে, তার প্রমাণ ড. ইউনূসের বিশাল বহরের এই ইউএস সফর।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।

কর্মসূচিতে মোমিন মেহেদী ডিম মেরে রাজনৈতিক শিষ্ঠাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ারও নিন্দা জানিয়ে বলেন- এখন দেশে স্বৈরাচার নতুনভাবে ফিরে এসেছে মিথ্যে মামলা-দখল আর  দুর্নীতির মধ্য দিয়ে।

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, </strong></span><strong>দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে। দেশে যখন দ্রব্যমূল্যের উর্ধ¦গতিরোধে-দুর্নীতি থামাতে সরকার ব্যর্থ; তখন এমন উদ্ভট সফর রাজনীতিকদেরকে বিক্ষুদ্ধ করে তুলছে। তারা ড. ইউনূস দেশে আসার পরপরই পতন ত্বরান্বিত করতে কর্মসূচি দিবে। &nbsp;</strong><br><br>৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ড. ইউনূসের উদ্ভট সফরের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। &nbsp;এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে বোকা বানিয়ে একের পর এক দেশ বিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে ছাত্র-যুব-জনতার একটি অংশকে ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে। আমরা মনে করি বৈষম্য দূর করার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রায় সবাই বৈষম্য তৈরির জন্য কাজ করছে, তার প্রমাণ ড. ইউনূসের বিশাল বহরের এই ইউএস সফর।<br><br>এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।<br><br>কর্মসূচিতে মোমিন মেহেদী ডিম মেরে রাজনৈতিক শিষ্ঠাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ারও নিন্দা জানিয়ে বলেন- এখন দেশে স্বৈরাচার নতুনভাবে ফিরে এসেছে মিথ্যে মামলা-দখল আর&nbsp; দুর্নীতির মধ্য দিয়ে।</p>

জেলার খবর

play storeapp store