ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

কালিয়াকৈরে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু।

সময় বাংলার ||

০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কালিয়াকৈরে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর তুরাগ নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে, দুটি নৌকার সংঘর্ষে পানিতে ডুবে, দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনার- ১৮ ঘন্টা পর, অঙ্কিতা নমের মেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে,কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরীদল। উদ্ধারকৃত অঙ্কিতার বাবার নাম-মদন চন্দ্র মনিদাস ও নিখোঁজ তন্ময়ের বাবার নাম-তাপস চন্দ্র মনি দাস এরা একই উপজেলার হিজলতলী গ্রামের।

এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ শিশুর মধ্যে অঙ্কিতা নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অপর শিশুর মৃতদেহটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>কালিয়াকৈরে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু।</strong></span></p><p><strong>গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর তুরাগ নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে, দুটি নৌকার সংঘর্ষে পানিতে ডুবে, দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনার- ১৮ ঘন্টা পর, অঙ্কিতা নমের মেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে,কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরীদল। উদ্ধারকৃত অঙ্কিতার বাবার নাম-মদন চন্দ্র মনিদাস ও নিখোঁজ তন্ময়ের বাবার নাম-তাপস চন্দ্র মনি দাস এরা একই উপজেলার হিজলতলী গ্রামের। </strong></p><p>এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ শিশুর মধ্যে অঙ্কিতা নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অপর শিশুর মৃতদেহটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।</p><p></p>

জেলার খবর

play storeapp store