ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

সড়ক নয় যেন মরন ফাঁদ! বরাদ্দ পাশ থাকলেও তা বাস্তবায়নে ধীরগতি

সময় বাংলার ||

০৬ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সড়ক নয় যেন মরন ফাঁদ! বরাদ্দ পাশ থাকলেও তা বাস্তবায়নে ধীরগতি

নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর রাস্তার মাঝে একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার পথচারীদের। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নাচোল উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেনকে স্থানীয় এলাকাবাসি একাধিকবার সড়কের কালভার্টি সংস্কারের জন্য অবহিত করলেও তা এখন পর্যন্ত সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি।

জানাযায়, নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর কলেজের পূর্ব পাশে প্রধান সড়কের একটি কালভার্ট ও অপর দুটি কালভার্ট সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তর হতে পিআইসির মাধ্যমে ২লক্ষ টাকা বরাদ্দ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় পাশ হয়।গত ৪মাস আগে সাবেক ইউএনও নীলূফা সরকার কালভার্টটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রকৌশল দপ্তর কে বলা হয়।কিন্তু বরাদ্দ খাতা কলমে পাশ হলেও এখনও পর্যন্ত কালভার্টটি সংস্কার না হওয়ায়

যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়ূয়া ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া সড়কে দ্রুতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গা কালভার্টটির গর্তে পড়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা ঘটছে।

এবিষয়ে মিরাজাপুর কলেজের এক ছাত্রী মৌসুমি খাতুন বলেন,রাস্তার মধ্যখানে কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত কলেজে আসা যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়কের কালভার্টটি দ্রুত সংস্কারের জোরদাবি করছি।

মির্জাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন,কালভার্টটি সংস্কারের জন্য বর্তমান ইউএনও কে একাধিকবার অবহিত করা হলেও কোন ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহন করেননি।

এবিষয়ে নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন,কালভার্টি সংস্কারের জন্য বরাদ্দ পাশ করা হয়েছে।আবহাওয়ার কারনে সংস্কার কাজে ধীরগতি হচ্ছে।কালভার্টটি দ্রুত সংস্কার করা হবে। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছেন পথচারীরা ।

<p><strong>সড়ক নয় যেন মরন ফাঁদ! বরাদ্দ পাশ থাকলেও তা বাস্তবায়নে ধীরগতি</strong></p><p><strong>নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর রাস্তার মাঝে একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার পথচারীদের। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নাচোল উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেনকে স্থানীয় এলাকাবাসি একাধিকবার সড়কের কালভার্টি সংস্কারের জন্য অবহিত করলেও তা এখন পর্যন্ত সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি।</strong></p><p>জানাযায়, নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর কলেজের পূর্ব পাশে প্রধান সড়কের একটি কালভার্ট ও অপর দুটি কালভার্ট সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তর হতে পিআইসির মাধ্যমে ২লক্ষ টাকা বরাদ্দ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় পাশ হয়।গত ৪মাস আগে সাবেক ইউএনও নীলূফা সরকার কালভার্টটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রকৌশল দপ্তর কে বলা হয়।কিন্তু বরাদ্দ খাতা কলমে পাশ হলেও এখনও পর্যন্ত কালভার্টটি সংস্কার না হওয়ায় </p><p>যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়ূয়া ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া সড়কে দ্রুতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গা কালভার্টটির গর্তে পড়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা ঘটছে। </p><p>এবিষয়ে মিরাজাপুর কলেজের এক ছাত্রী মৌসুমি খাতুন বলেন,রাস্তার মধ্যখানে কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত কলেজে আসা যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়কের কালভার্টটি দ্রুত সংস্কারের জোরদাবি করছি।</p><p>মির্জাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন,কালভার্টটি সংস্কারের জন্য বর্তমান ইউএনও কে একাধিকবার অবহিত করা হলেও কোন ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহন করেননি।</p><p>এবিষয়ে নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন,কালভার্টি সংস্কারের জন্য বরাদ্দ পাশ করা হয়েছে।আবহাওয়ার কারনে সংস্কার কাজে ধীরগতি হচ্ছে।কালভার্টটি দ্রুত সংস্কার করা হবে। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছেন পথচারীরা ।</p><p></p>

জেলার খবর

play storeapp store