ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর কালবির ওপর হামলা। বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় প্রকাশিত হলেও আসামীর হাত না-কি অনেক বড়।

সময় বাংলার ||

০৯ অক্টোবর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কুষ্টিয়ায় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর কালবির ওপর হামলা। বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় প্রকাশিত হলেও আসামীর হাত না-কি অনেক বড়। অবস্থা আশঙ্কাজনক,৪ জনের নামে মামলা কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্যের স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে এ অভযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত ৮টায় শহরের কোটপাড়া এলাকা থেকে সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্ত তাকে ধরে থানাপাড়া এলাকায় কুষ্টিয়া প্রেস ক্লাবের ভেতরে নিয়ে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কালবির স্ত্রী বলেন, ‘গত কয়েক দিন ধরে স্থানীয় আওয়ামী দোসর সাংবাদিক নামধারী শাহীন জুয়েল নামে একজন কালবিকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। যা কালবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর রাতে জুয়েলের নেতৃত্বে কালবিকে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে তুলে নিয়ে গিয়ে ১২-১৩ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল্লাহ কালবি বলেন, ‘সাংবাদিক নামধারী শাহীন জুয়েলসহ আরো কয়েকজন আমাকে কোটপাড়া এলাকার সনো গলি থেকে ধরে জোর করে মোটরসাইকেলে তোলেন। পরে আমাকে কুষ্টিয়া প্রেস ক্লাবের দোতলায় নিয়ে ১২-১৩ জন মিলে ব্যাপক মারধর করে বাইরে ফেলে দেন।’

এ ঘটনায় স্থানীয় নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের ভেতরে একজন সাংবাদিককে তুলে নিয়ে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারী সাংবাদিক নামধারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সদর থানার ওসি মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক কালবির স্ত্রী সারাবনে তহুরা শাহীন জুয়েলসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।’

এদিকে, এ ঘটনার পর গতকাল সোমবার রাতেই কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি জুবায়েদ রিপন নিজের ফেসবুক পেজে প্রেস ক্লাব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া প্রেস ক্লাবকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সাংবাদিকদের আস্থার জায়গা হবে কুষ্টিয়া প্রেস ক্লাব। কিন্তু পারলাম না।

সব ব্যর্থতার দায় নিয়ে কুষ্টিয়া প্রেস ক্লাব ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার পদত্যাগপত্র ক্লাবে পৌঁছে যাবে।’

<p><strong>কুষ্টিয়ায় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর কালবির ওপর হামলা। বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় প্রকাশিত হলেও আসামীর হাত না-কি অনেক বড়। অবস্থা আশঙ্কাজনক,৪ জনের নামে মামলা কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্যের স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে এ অভযোগ উঠেছে।</strong></p><p><strong>প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত ৮টায় শহরের কোটপাড়া এলাকা থেকে সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্ত তাকে ধরে থানাপাড়া এলাকায় কুষ্টিয়া প্রেস ক্লাবের ভেতরে নিয়ে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।</strong></p><p>কালবির স্ত্রী বলেন, ‘গত কয়েক দিন ধরে স্থানীয় আওয়ামী দোসর সাংবাদিক নামধারী শাহীন জুয়েল নামে একজন কালবিকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। যা কালবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর রাতে জুয়েলের নেতৃত্বে কালবিকে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে তুলে নিয়ে গিয়ে ১২-১৩ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।</p><p>হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল্লাহ কালবি বলেন, ‘সাংবাদিক নামধারী শাহীন জুয়েলসহ আরো কয়েকজন আমাকে কোটপাড়া এলাকার সনো গলি থেকে ধরে জোর করে মোটরসাইকেলে তোলেন। পরে আমাকে কুষ্টিয়া প্রেস ক্লাবের দোতলায় নিয়ে ১২-১৩ জন মিলে ব্যাপক মারধর করে বাইরে ফেলে দেন।’</p><p>এ ঘটনায় স্থানীয় নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের ভেতরে একজন সাংবাদিককে তুলে নিয়ে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারী সাংবাদিক নামধারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।</p><p>সদর থানার ওসি মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক কালবির স্ত্রী সারাবনে তহুরা শাহীন জুয়েলসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।’</p><p>এদিকে, এ ঘটনার পর গতকাল সোমবার রাতেই কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি জুবায়েদ রিপন নিজের ফেসবুক পেজে প্রেস ক্লাব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া প্রেস ক্লাবকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সাংবাদিকদের আস্থার জায়গা হবে কুষ্টিয়া প্রেস ক্লাব। কিন্তু পারলাম না।</p><p>সব ব্যর্থতার দায় নিয়ে কুষ্টিয়া প্রেস ক্লাব ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার পদত্যাগপত্র ক্লাবে পৌঁছে যাবে।’</p>

জেলার খবর

play storeapp store