ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

ছাতকে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেনভক্ত ২ আসামি গ্রেফতার।

সময় বাংলার ||

১১ অক্টোবর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ছাতকে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেনভক্ত ২ আসামি গ্রেফতার।

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেনভক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। (গত ১১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ পরিদর্শক(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই(নিঃ) সাদেক, এসআই/সিকান্দর, এসআই/রাহিম, এসআই/বিন আমিন, এসআই/মঞ্জুরুল, এএসআই/সাইফুর, এএসআই/মাসুদ, এএসআই/তোহা, এএসআই/আরিফুজ্জামান, এএসআই/শহিদুল, এএসআই/নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন,সিআর-২৪০/২৫ ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল মিয়া, পিতা-নুর উদ্দিন, সাং-চরবাড়া, ইউপি-নোয়ারাই, ও সিআর (সাজা)-২৩৫/২০ (ছাতক) এর আসামী মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পিতা-মৃত চান্দ মিয়া তালুকদার, স্বত্তাধিকারী-মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স, মধ্য বাজার, গ্রাম গণক্ষাই কে গ্রেফতার করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>ছাতকে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেনভক্ত ২ আসামি গ্রেফতার।</strong></span></p><p><strong>সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেনভক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। (গত ১১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।</strong></p><p>পুলিশ পরিদর্শক(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই(নিঃ) সাদেক, এসআই/সিকান্দর, এসআই/রাহিম, এসআই/বিন আমিন, এসআই/মঞ্জুরুল, এএসআই/সাইফুর, এএসআই/মাসুদ, এএসআই/তোহা, এএসআই/আরিফুজ্জামান, এএসআই/শহিদুল, এএসআই/নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন,সিআর-২৪০/২৫ ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল মিয়া, পিতা-নুর উদ্দিন, সাং-চরবাড়া, ইউপি-নোয়ারাই, ও সিআর (সাজা)-২৩৫/২০ (ছাতক) এর আসামী মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পিতা-মৃত চান্দ মিয়া তালুকদার, স্বত্তাধিকারী-মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স, মধ্য বাজার, গ্রাম গণক্ষাই কে গ্রেফতার করেন।</p><p>ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।</p>

জেলার খবর

play storeapp store