ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
সাংবাদিক নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রংপুরে সংহতি সমাবেশ
সময় বাংলার ||
১২ অক্টোবর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সাংবাদিক নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রংপুরে সংহতি সমাবেশ
আজ রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিকদের মারধর ও হেনস্তার মামলা আসামিদের গ্রেফতার এবং অপসারণ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, দ্রুত চার্জশিট প্রধান ও মামলার বিচার কার্যক্রম শুরুর দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু বলেছেন, বিগত ১৭ বছর আন্দোলন করেছি কোন সাংবাদিকদের তুলে নিয়ে মব সৃষ্টি করার জন্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে এবং মব সৃষ্টি করে দলের যে কোন ব্যাক্তি 'আ গোষ্ঠী সাংবাদিকদের নির্যাতন করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। রংপুরে এসব চক্র আরো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। রংপুরের প্রশাসনকে চোখ কান খোলা রেখে অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে দ্রুত শাস্তির দাবি জানন তিনি।
অন্যান্য বক্তরা বলেন, রংপুরে ৫' ই আগস্টের পর যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তারা যে দলেরই হোক না কেন কোনভাবেই ছাড় দেয়া হবে না।রাষ্ট্র সংস্কারের আগে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে নিশ্চিত করতে হবে যেন কোন সাংবাদিক নির্যাতিত না হয় কারণ সাংবাদিকরা সমাজের দর্পণ।সাংবাদিকদের যারা নির্যাতন করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকের পর থেকে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের যেন বিচার চাইতে না হয় সেজন্য প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং দুর্নীতির সংবাদ প্রকাশ করলেই যারা সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও অপহরণ করার চেষ্টা করবেন তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
বক্তারা আরো বলেন,জুলাই আগস্টে রাজবন্দির নাম ব্যবহার করে অটো রিকশার লাইসেন্স নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাদলকে অপহরণ করে প্রধান নির্বাহী কর্মকর্তার রুমের সামনে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়েছে তা নজিরবিহীন একটি ঘটনা। জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার প্রধানের নেতৃত্বে কর্মকর্তাকর্মচারীদের নেতৃত্বে মব তৈরি করে সাংবাদিকদের সিটি ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা করার ধৃষ্টতা দেখানো হয়েছে।মাত্র ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এখন প্রজন্ত । প্রধান মাস্টারমাইন্ড প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
আজ এই সংহতি সমাবেশে সঞ্চালনা করেন রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজুর নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, রংপুর জেলা মটর মালিক সমিতি সাধারণ সম্পাদক রাজ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনসহ রংপুরের সকল কর্মরত গণমাধ্যমকর্মীরা।
গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘ রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা’ শিরোনামে খবর পরিবেশনের জেরে কাচারীবাজার থেকে অপহরণ করে নিয়ে সিটির প্রধান নির্বাহীর অফিসের সামনে নিয়ে নিউজের জন্য ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার চেস্টা ও মারধোর করা হয়।
জেলার খবর