ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
লৌহজংয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত ঘটনায় আটক এক ।
সময় বাংলার ||
১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
লৌহজংয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত ঘটনায় আটক এক ।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ব্রাইট প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক কে লাঞ্চিত করেন,স্কুলের শেয়ারহোল্ডার ফিরুজ খান। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্লে গ্রুপের এক শিক্ষার্থী ছুটির পর বাড়ি না ফিরলে পরিবার বিষয়টি প্রধান শিক্ষক কামরুজজামানকে জানালে। এ বিষয়ে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন স্কুল কমিটি। এতেই ক্ষিপ্ত হয়ে ফিরোজ খান সভাকক্ষেই প্রধান শিক্ষকের ওপর অতর্কিত ভাবে চর থাপ্পর দিয়ে লাঞ্চিত করেন। হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে উঠেন স্কুল পাড়ায়।
তারা স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল করেন এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ফিরোজ খানকে আটক করে থানায় নিয়ে যায়। পদ্মাসেতু থানার ওসি মোঃ রুবেল হাওলাদার জানান,এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফিরোজ খান কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।”
জেলার খবর