ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
পিরোজপুরে চুরি হওয়া ২৯টি মোবাইল উদ্ধার,আটক ৪
সময় বাংলার ||
২১ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
পিরোজপুরে চুরি হওয়া ২৯টি মোবাইল উদ্ধার, আটক ৪
পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন এবং ২৬,১৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।আজ, ২২অক্টোবর (মঙ্গলবার ) সকাল ১১টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয় বসে আনুষ্ঠানিক ভাবে এই তথ্য দেন পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম) পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জেলার পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম)-এর নির্দেশে পুলিশ সদর দপ্তরের আইসিটি ও মিডিয়া শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ২১ অক্টোবর (সোমবার ) ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৮০ টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাইবার টিমের সদস্যদের সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর থাকবে।
এস,এম সিপার/পিরোজপুর প্রতিনিধি
জেলার খবর