ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা
সময় বাংলার ||
২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা
কক্সবাজারের চকরিয়ায় সরকারি চিংড়ি এস্টেটের মহাপরিকল্পনা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর (বুধবার) বেলা ১টার সময় চকরিয়া উপজেলা পরিষদে মোহনা মিলনায়তনে কর্মশালার আয়োজন করে, চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিনের সঞ্চালনায় ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।
মাস্টারপ্ল্যান সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিকল্পনাবিদ মোঃ আরিফুর রহমান, নির্বাহী পরিচালক, শেলটেক কনসাল্ট্যান্টস প্রা: লি:।
কর্মশালায় উপজেলা কৃষি অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ১০/১১ একর চিংড়ি খামারের ইজারাগ্রহীতা, স্থানীয় চিংড়ি চাষী/লবণ চাষী, প্রকল্পের কনসালট্যান্ট ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার
জেলার খবর