ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে কৃষকের সর্বনাশ
সময় বাংলার ||
৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে কৃষকের সর্বনাশ
ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকদে জীবন। লাগাতার বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার মাঠের পাকা ধান, আলু ও সবজির জমি তলিয়ে গেছে পানিতে। এতে ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে, হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন, “ধান পাকছিল, কাটার দিন ঠিক করেছিলাম। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ধান এখন পুরোপুরি পানির নিচে।” তারা আরও জানান, যদি দ্রুত রোদ না ওঠে, তাহলে ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে।
একই চিত্র দেখা গেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার মাঠেও। টানা বৃষ্টিতে জেলার শতাধিক হেক্টর জমির ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে অবিরাম বৃষ্টিতে গ্রামীণ সড়কগুলো কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক হাট-বাজারে কমে গেছে মানুষের উপস্থিতি। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে বহুগুণে।
হাসিনুজ্জামান মিন্টু/ ঠাকুরগাঁও প্রতিনিধি,
জেলার খবর