ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

লৌহজংয়ে যুবদলের র‍্যালিতে জনস্রোত, উপস্থিত ছিলেন মিজানুর রহমান সিনহা।

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ নভেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

লৌহজংয়ে যুবদলের র‍্যালিতে জনস্রোত, উপস্থিত ছিলেন মিজানুর রহমান সিনহা-

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার যুবদলের আয়োজনে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার৷উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লার নেতৃত্বে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়৷ র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ও মালিরঅংক মোড় হয়ে লৌহজং থানায় সামনে গিয়ে শেষ হয়।

এর আগে, দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকে৷ র‍্যালী শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন প্রমুখ৷ র‍্যালীতে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে৷

মোঃ স্বপন বেপারী/লৌহজং

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>লৌহজংয়ে যুবদলের র‍্যালিতে জনস্রোত, উপস্থিত ছিলেন মিজানুর রহমান সিনহা-</strong></span></p><p><span style="color: rgb(0, 0, 0);"><strong>শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার যুবদলের আয়োজনে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার৷উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লার নেতৃত্বে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়৷ র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ও মালিরঅংক মোড় হয়ে লৌহজং থানায় সামনে গিয়ে শেষ হয়।</strong></span></p><p> এর আগে, দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকে৷ র‍্যালী শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন প্রমুখ৷ র‍্যালীতে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার নেতাকর্মীর&nbsp;অংশগ্রহণ&nbsp;করে৷</p><p><span style="color: rgb(251, 140, 0);"><strong>মোঃ স্বপন বেপারী/লৌহজং </strong></span></p>

জেলার খবর

play storeapp store