ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

বন্ধুত্ব আর খেলাধুলায় একত্রিত রাঙামাটির তরুণরা" বিজয় রেড জুলাইয়ের-

বিশেষ প্রতিবেদন || Special Report

০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বন্ধুত্ব আর খেলাধুলায় একত্রিত রাঙামাটির তরুণরা" বিজয় রেড জুলাইয়ের-

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর প্রীতিম্যাচে The Red July – Rangamati দল ৩–২ গোলে জয় লাভ করেছে Red Drop Foundation-এর বিপক্ষে।সোমবার, (০৩ নভেম্বর) বিকাল ৩টায় রাঙ্গামাটি সদর আর্মি জোন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। প্রথমার্ধে গোলের লড়াইয়ে সমতা থাকলেও শেষ মুহূর্তের এক দারুণ গোলে জয় নিশ্চিত করে The Red July।

খেলা শেষে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য হাবিব আজম। তাঁরা খেলোয়াড়দের আন্তরিকতা ও স্পোর্টসম্যানশিপের প্রশংসা করে বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে একত্রিত করে, ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।”অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন The Red July Rangamati ও Red Drop Foundation এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।আয়োজকরা জানান, এই প্রীতিম্যাচের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বন্ধুত্ব, দলীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। ভবিষ্যতে তারা রাঙ্গামাটিতে আরও ক্রীড়া আয়োজনের পরিকল্পনা করেছে, যা তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>বন্ধুত্ব আর খেলাধুলায় একত্রিত রাঙামাটির তরুণরা" বিজয় রেড জুলাইয়ের-</strong></span></p><p>রাঙ্গামাটিতে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর প্রীতিম্যাচে The Red July – Rangamati দল ৩–২ গোলে জয় লাভ করেছে Red Drop Foundation-এর বিপক্ষে।সোমবার, (০৩ নভেম্বর) বিকাল ৩টায় রাঙ্গামাটি সদর আর্মি জোন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। প্রথমার্ধে গোলের লড়াইয়ে সমতা থাকলেও শেষ মুহূর্তের এক দারুণ গোলে জয় নিশ্চিত করে The Red July।</p><p>খেলা শেষে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য হাবিব আজম। তাঁরা খেলোয়াড়দের আন্তরিকতা ও স্পোর্টসম্যানশিপের প্রশংসা করে বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে একত্রিত করে, ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।”অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন The Red July Rangamati ও Red Drop Foundation এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।আয়োজকরা জানান, এই প্রীতিম্যাচের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বন্ধুত্ব, দলীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। ভবিষ্যতে তারা রাঙ্গামাটিতে আরও ক্রীড়া আয়োজনের পরিকল্পনা করেছে, যা তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও&nbsp;উৎসাহিত&nbsp;করবে</p>

জেলার খবর

play storeapp store