ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
শ্রীনগরে ভাঙ্গা ডিম কিনতে মহিলা ক্রেতাদের উপচে পড়া ভিড়।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ডিম বিক্রেতা ভ্যানে করে বাজারগুলোতে বিভিন্ন দোকানে পাইকারি ডিম সরবরাহ করেন ভ্যান চলাচলত অবস্থায় উঁচু নিচু স্থানে ছাগলের ফলেভ্যানে রক্ষিত অনেকদিন ফেটে যায়। বর্তমানে প্রতিহালি ভালো ডিমগুলোতে বিক্রি হয় ৫০ টাকা আর ফাটা ডিম পাওয়া যায় মাত্র ৩০ টাকা হালিতে। সাশ্রয়ী দামে ডিম ক্রয় করতে প্রতিদিন ভোরে রাস্তায় মহিলা ক্রেতারা অপেক্ষায় থাকেন কখন ডিমের ভ্যান আসবে ভ্যান আসার সাথে সাথেডিমের ভ্যান এর কাছেমহিলাদের ক্রেতাদের উপচে পড়া ভিড়লক্ষ্য করা যায়।বিশেষজ্ঞ চিকিৎসক জামাল উদ্দিন জানান, রাস্তার পাশে ডিমের ভ্যান হতে ভাঙ্গা ডিম ক্রয় না করা উত্তম কারণ বেশির ভাগ ডিমের বাহিরের আবরণে মুরগির মল ও মলে ব্যাকটোরিয়া ভাইরাস।এসব জীবাণু ডিমের ফাটল দিয়েডিমের ভিতরে প্রবেশ করে।এ সব ডিম ভক্ষণের ফলে পেটের পিরা সহ বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
১৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
জেলার খবর