ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে ভূমি কথায় রানার্সআপ টঙ্গীবাড়ী, একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্পা

বিশেষ প্রতিবেদন || Special Report

১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মুন্সীগঞ্জে ভূমি কথায় রানার্সআপ টঙ্গীবাড়ী, একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্পা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘ভূমিকথা’ পুস্তিকাভিত্তিক জেলা পর্যায়ের চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণ করে টঙ্গীবাড়ী উপজেলার শিক্ষার্থীরা একক ও দলগত উভয় বিভাগেই অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এর পর দুপুরে দলগত কুইজ, ভূমি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, নাটিকা, অনুভূতি প্রকাশ ও অতিথিবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের এই আয়োজন সফলভাবে সমাপ্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।একক প্রতিযোগিতায় লিখিত কুইজে ৫০ এর মধ্যে সর্বোচ্চ ৪৭ নম্বর অর্জন করে উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা খাতুন অর্পা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার এই সাফল্যে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, পুরো উপজেলার শিক্ষাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে অর্পাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে অর্পা বলেন “এই বইটি পড়ার আগে ভূমি বিষয়ে আমাদের ধারণা খুব কম ছিল। ‘ভূমিকথা’ পড়ার পর বুঝেছি ভূমি সেবা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পেরেছি। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি গর্বিত। এমন উদ্যোগ আমাদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।”দলগত প্রতিযোগিতায় সারা জেলার অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়।যারা ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিচারকদের প্রশংসা অর্জন করে।দলগত বিভাগে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার, রানার্সআপ দলকে ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত নিজস্ব উদ্যোগে চলতি বছরের মে মাসে ‘ভূমিকথা’ পুস্তিকা প্রকাশের পরিকল্পনা করেন এবং আগস্টে সেটি প্রকাশিত হলে জেলায় ব্যাপক সাড়া পড়ে।ছয়টি উপজেলার প্রায় ১০ হাজার নবম শ্রেণির শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তিকাটি বিতরণ করা হয়। এরপর উপজেলাভিত্তিক একক ও দলগত কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কয়েক মাসব্যাপী এই কার্যক্রমের সফল সমাপ্তিই ছিল আজকের জেলা পর্যায়ের এই আয়োজন।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন “আমাদের দেশে ভূমি-সংক্রান্ত জটিলতা মানুষের জীবনে একটি বড় দীর্ঘস্থায়ী সমস্যা। ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করা গেলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। ঠিক সেই চিন্তা থেকেই আমাদের এই ‘ভূমিকথা’ উদ্যোগ।”অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ‘ভূমিকথা’ বইটি তাদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি, জমির দলিল, ডিজিটাল ভূমি সেবা ইত্যাদি বিষয়ে নতুন আগ্রহ ও জ্ঞান সৃষ্টি করেছে।তারা আরো বলেন, “এটি আমাদের পাঠ্যবই না হলেও ব্যক্তিগত, সামাজিক ও ভবিষ্যৎ পেশাজীবনে খুবই কাজে লাগবে। জেলা প্রশাসনের উদ্যোগ আমাদের উৎসাহ দিয়েছে।”এককে জেলার সেরা ও দলগতভাবে রানার্সআপ হওয়ায় টঙ্গীবাড়ী উপজেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসন এই সাফল্যকে উপজেলার জন্য বড় অর্জন হিসেবে দেখছেন।ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ ও প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন শিক্ষক মহল।

আপন সরদার/টঙ্গীবাড়ী

<p><span style="color: rgb(229, 57, 53);"><strong>মুন্সীগঞ্জে ভূমি কথায় রানার্সআপ টঙ্গীবাড়ী, একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্পা </strong></span></p><p><strong>মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘ভূমিকথা’ পুস্তিকাভিত্তিক জেলা পর্যায়ের চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণ করে টঙ্গীবাড়ী উপজেলার শিক্ষার্থীরা একক ও দলগত উভয় বিভাগেই অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এর পর দুপুরে দলগত কুইজ, ভূমি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, নাটিকা, অনুভূতি প্রকাশ ও অতিথিবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের এই আয়োজন সফলভাবে সমাপ্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।একক প্রতিযোগিতায় লিখিত কুইজে ৫০ এর মধ্যে সর্বোচ্চ ৪৭ নম্বর অর্জন করে উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা খাতুন অর্পা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার এই সাফল্যে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, পুরো উপজেলার শিক্ষাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে অর্পাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।</strong></p><p>নিজের অনুভূতি জানাতে গিয়ে অর্পা বলেন “এই বইটি পড়ার আগে ভূমি বিষয়ে আমাদের ধারণা খুব কম ছিল। ‘ভূমিকথা’ পড়ার পর বুঝেছি ভূমি সেবা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পেরেছি। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি গর্বিত। এমন উদ্যোগ আমাদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।”দলগত প্রতিযোগিতায় সারা জেলার অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়।যারা ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিচারকদের প্রশংসা অর্জন করে।দলগত বিভাগে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার, রানার্সআপ দলকে ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত নিজস্ব উদ্যোগে চলতি বছরের মে মাসে ‘ভূমিকথা’ পুস্তিকা প্রকাশের পরিকল্পনা করেন এবং আগস্টে সেটি প্রকাশিত হলে জেলায় ব্যাপক সাড়া পড়ে।ছয়টি উপজেলার প্রায় ১০ হাজার নবম শ্রেণির শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তিকাটি বিতরণ করা হয়। এরপর উপজেলাভিত্তিক একক ও দলগত কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কয়েক মাসব্যাপী এই কার্যক্রমের সফল সমাপ্তিই ছিল আজকের জেলা পর্যায়ের এই আয়োজন।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন “আমাদের দেশে ভূমি-সংক্রান্ত জটিলতা মানুষের জীবনে একটি বড় দীর্ঘস্থায়ী সমস্যা। ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করা গেলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। ঠিক সেই চিন্তা থেকেই আমাদের এই ‘ভূমিকথা’ উদ্যোগ।”অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ‘ভূমিকথা’ বইটি তাদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি, জমির দলিল, ডিজিটাল ভূমি সেবা ইত্যাদি বিষয়ে নতুন আগ্রহ ও জ্ঞান সৃষ্টি করেছে।তারা আরো বলেন, “এটি আমাদের পাঠ্যবই না হলেও ব্যক্তিগত, সামাজিক ও ভবিষ্যৎ পেশাজীবনে খুবই কাজে লাগবে। জেলা প্রশাসনের উদ্যোগ আমাদের উৎসাহ দিয়েছে।”এককে জেলার সেরা ও দলগতভাবে রানার্সআপ হওয়ায় টঙ্গীবাড়ী উপজেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসন এই সাফল্যকে উপজেলার জন্য বড় অর্জন হিসেবে দেখছেন।ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ ও প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন&nbsp;শিক্ষক&nbsp;মহল।</p><p><span style="color: rgb(251, 140, 0);"><strong>আপন সরদার/টঙ্গীবাড়ী</strong></span></p>

জেলার খবর

play storeapp store