ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
পঞ্চগড় সবুজ আন্দোলন এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ-
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
পঞ্চগড় সবুজ আন্দোলন এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ।
বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পঞ্চগড় সবুজ আন্দোলন এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫-নভেম্বর) ২০২৫ সকালে সদর উপজেলার জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। পঞ্চগড় সবুজ আন্দোলন এর চেয়ারম্যান মোঃ রসুল বকস মানিক এর সভাপতিত্ব এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেড এম এ আব্দুল বারি (জিপি) জর্জ কোর্ট পঞ্চগড়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ আলী, উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়,মোঃ রাশেদুল ইসলাম মহাসচিব পঞ্চগড় সবুজ আন্দোলন, মোঃ আজহারুল ইসলাম জুয়েল আঞ্চলিক সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রধান শিক্ষক জগদল বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অনুষ্ঠান শুরুতে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর পক্ষ থেকে পরিবেশ বিপর্যয় বিষয়ক ভিডিও ফুটেজ প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষ অংশগ্রহণকারী সবার মাঝে তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়। পঞ্চগড় সবুজ আন্দোলন কর্তৃক আয়োজিত এমন মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সকলেই। একই সাথে বিকেলে পঞ্চগড় সবুজ আন্দোলন এর পক্ষ থেকে কিছু অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ, নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের এমন কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে জানান পঞ্চগড় সবুজ আন্দোলন এর মহাসচিব মোঃ রাশেদুল ইসলাম।
রকী/পঞ্চগড়
জেলার খবর