ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

শ্রীনগরে শীতের আমেজ চায়ের দোকান সরগম।

সময় বাংলার ||

২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

শ্রীনগরে শীতের আমেজ চায়ের দোকান সরগম।

আব্দুল মান্নান সিদ্দিকী/শ্রীনগর করেসপন্ডেন্ট | সময় বাংলার |

মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগরে শীতের আমেজ  শুরু সন্ধ্যার পড়ে  চায়ের দোকান সরগম সকালে লৌহজং পদ্মা পাড়ে দেখা মিলে কোয়াশা- শ্রীনগরে শীতের আমেজ শুরু হয় আজ দুদিন-গেল ২১ নভেম্বর থেকে। প্রতি বছরের মতো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শীত অনুভুত হচ্ছে। তবে পুরোপুরি শীতের আমেজ এখনো পায়নি দেশবাসী। এ অবস্থান তাপমাত্রা কখনো বাড়ে, আবার কখনো কমে। আবহাওয়া বিদদের মতে, শৈত্যপ্রবাহের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম থাকে। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে হেমন্ত কাল শেষে শীতের আমেজ শুরু হওয়ায় চায়ের দোকানে ক্রেতাদের সরগম। সারা বছর চায়ের দোকান গুলোতে চা পান ক্রেতাদের উপস্থিতি থাকলে শীতের আগমনে তাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বলে জানালেন চা বিক্রেতা শ্রীনগরের আলি মিয়া।

তিনি জানান তার দোকানে প্রতিদিনই সকাল সন্ধ্যায় চা পান করতে ক্রেতার আগমন ঘটলেও শীত পড়ায় সকাল সন্ধ্যায় চা ক্রেতাদের উপস্থিতি সরগম   নগরীর চাপয়েন্ট মালিক  কবির শিকদার জানান, হঠাৎ শীত পড়ায়  ক্রেতাদের  শরীরটা ঠান্ডা ভাব লাগায় চা পান করতে অোসেন অনেকেই আগের চেয়ে বেশ । ফার্নিচার দোকানি আলিফ, জানান, তিনি সাধারণত চা পান করেন না হঠাৎ শীত পড়ায় চায়ের দোকানে এসেছেন চা পান করতে। শ্রমজীবীরা সন্ধ্যায় কোন কাজ না থাকায় এবং শীত পড়ায় সন্ধ্যার পর চায়ের দোকানে এসে চা পানের সাথে সাথে টেলিভিশন দেখে অবসর সময় কাটাতে দেখা গেছে ।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>শ্রীনগরে শীতের আমেজ চায়ের দোকান সরগম।</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>আব্দুল মান্নান সিদ্দিকী/শ্রীনগর করেসপন্ডেন্ট | সময় বাংলার |</strong></span></p><p><span style="color: rgb(0, 0, 0);"><strong>মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগরে শীতের আমেজ&nbsp; শুরু সন্ধ্যার পড়ে&nbsp; চায়ের দোকান সরগম সকালে লৌহজং পদ্মা পাড়ে দেখা মিলে কোয়াশা- শ্রীনগরে শীতের আমেজ শুরু হয় আজ দুদিন-গেল ২১ নভেম্বর থেকে। প্রতি বছরের মতো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শীত অনুভুত হচ্ছে। তবে পুরোপুরি শীতের আমেজ এখনো পায়নি দেশবাসী। এ অবস্থান তাপমাত্রা কখনো বাড়ে, আবার কখনো কমে। আবহাওয়া বিদদের মতে, শৈত্যপ্রবাহের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম থাকে। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে হেমন্ত কাল শেষে শীতের আমেজ শুরু হওয়ায় চায়ের দোকানে ক্রেতাদের সরগম। সারা বছর চায়ের দোকান গুলোতে চা পান ক্রেতাদের উপস্থিতি থাকলে শীতের আগমনে তাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বলে জানালেন চা বিক্রেতা শ্রীনগরের আলি মিয়া।</strong></span></p><img class="nml__editor__content__image" src="https://admin.dainikamadershomoy.com/images/large/2025/11/20/news_1763614140181.webp" alt="Image not found"><p>তিনি জানান তার দোকানে প্রতিদিনই সকাল সন্ধ্যায় চা পান করতে ক্রেতার আগমন ঘটলেও শীত পড়ায় সকাল সন্ধ্যায় চা ক্রেতাদের উপস্থিতি সরগম&nbsp;&nbsp; নগরীর চাপয়েন্ট মালিক&nbsp; কবির শিকদার জানান, হঠাৎ শীত পড়ায়&nbsp; ক্রেতাদের&nbsp; শরীরটা ঠান্ডা ভাব লাগায় চা পান করতে অোসেন অনেকেই আগের চেয়ে বেশ । ফার্নিচার দোকানি আলিফ, জানান, তিনি সাধারণত চা পান করেন না হঠাৎ শীত পড়ায় চায়ের দোকানে এসেছেন চা পান করতে। শ্রমজীবীরা সন্ধ্যায় কোন কাজ না থাকায় এবং শীত পড়ায় সন্ধ্যার পর চায়ের দোকানে এসে চা পানের সাথে সাথে টেলিভিশন দেখে অবসর সময় কাটাতে দেখা গেছে ।</p>

জেলার খবর

play storeapp store