ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে এসএসডি মেধা বৃত্তি ২০২৫ অনুষ্টিত।
সময় বাংলার ||
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী তে এসএসডি মেধা বৃত্তি ২০২৫ অনুষ্টিত ।
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ধীপুরে সোসাইটি ফর সোসাল ডেভেলপমেন্ট (এসএসডি) আয়োজিত এসএসডি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।শনিবার ( ১৩ই ডিসেম্বর )ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত পরীক্ষায় মোট ৩৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। উল্লেখ্য, এসএসডি মেধা বৃত্তির কার্যক্রম ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ উল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি শামসুদ্দিন আহমেদ সুমন ও আজমল হোসেন অপু। এ ছাড়া বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মাকসুদুর রহমান, সদস্য সচিব জনি হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক শাহীনুর রহমান, হল সুপার আবু হানিফ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুমন।
পরীক্ষা ব্যবস্থাপনায় আরও যুক্ত ছিলেন হল ম্যাজিস্ট্রেট খালের বেপারী, ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি শামসুল হক কমান্ড, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহাত। পাশাপাশি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ এবং সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন , স্থানীয় সাংবাদিক ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা
জেলার খবর