ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
সময় বাংলার ||
১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
স্পেশাল করেসপন্ডেন্ট,জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি |
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি পৌর প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির।
মুক্ত আলোচনা সভায় ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবিদের নির্মম হত্যা যজ্ঞের বর্ণনা তুলে ধরে স্মৃতি চারণ করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রামগড় কোম্পানি কমান্ডার ১নং সেক্টর এর দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোক্তা গণ উপস্থিত ছিলেন।
জেলার খবর