ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী

সময় বাংলার ||

১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী

আরিফ হোসেন হারিছ,স্পেশাল করেসপন্ডেন্ট‎ |

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (DGME)এমবিবিএস এবং বিডিএস (সরকারি ও বেসরকারি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেলেন "রামিসা মালিয়াত আন্নাফী"।২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১২২৬৩২ জনের মধ্যে ১১৩৭ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রামিসা মালিয়াত আন্নাফী।

রামিসা মালিয়াত আন্নাফী একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। বাবা-মা’সহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে রামিসা মালিয়াত আন্নাফী মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবারের সদস্যদেরসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।রামিসা মালিয়াত আন্নাফী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নতুন ভাষানচর সম্ভ্রান্ত পরিবার বেপারী বাড়ির সন্তান। বাবা মো: মাহবুব আলম পেশায় চাকরিজীবী। সে দি একমি ল্যাব. লি: এর ম্যানেজারের দ্বায়িত্ব পালন করে আসছে।মা নাজিয়া সুলতানা গৃহিণী

রামিসা মালিয়াত আন্নাফী পি.এস.সি.ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ট্যালেন্টফুল বৃত্তি জে.এস.সি.জিপিএ-৫ পেয়েছে এস.এস.সি,গোল্ডেন জিপিএ-৫ ট্যালেন্টফুল বৃত্তি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ.এস.সি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছেন।এ ছাড়া শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।

রামিসা মালিয়াত আন্নাফী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাওয়ায় প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই লক্ষ্যে আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। সরকারি মেডিকেলে চান্স পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ এলাকাসহ আমাদের দেশের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি। তিনি আরও বলেন, আমার এই ভালো ফলাফলের পেছনে মা-বাবা, শিক্ষকদের অবদান অপরিসীম।

<p><strong>চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী</strong></p><p><span style="color: red;"><strong>আরিফ হোসেন হারিছ,স্পেশাল করেসপন্ডেন্ট‎ |</strong></span></p><p><strong>গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (DGME)এমবিবিএস এবং বিডিএস (সরকারি ও বেসরকারি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেলেন "রামিসা মালিয়াত আন্নাফী"।২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১২২৬৩২ জনের মধ্যে ১১৩৭ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রামিসা মালিয়াত আন্নাফী।</strong></p><p>রামিসা মালিয়াত আন্নাফী একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। বাবা-মা’সহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে রামিসা মালিয়াত আন্নাফী মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবারের সদস্যদেরসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।রামিসা মালিয়াত আন্নাফী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নতুন ভাষানচর সম্ভ্রান্ত পরিবার বেপারী বাড়ির সন্তান। বাবা মো: মাহবুব আলম পেশায় চাকরিজীবী। সে দি একমি ল্যাব. লি: এর ম্যানেজারের দ্বায়িত্ব পালন করে আসছে।মা নাজিয়া সুলতানা গৃহিণী </p><p>রামিসা মালিয়াত আন্নাফী পি.এস.সি.ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ট্যালেন্টফুল বৃত্তি জে.এস.সি.জিপিএ-৫ পেয়েছে এস.এস.সি,গোল্ডেন জিপিএ-৫ ট্যালেন্টফুল বৃত্তি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ.এস.সি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছেন।এ ছাড়া শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।</p><p>রামিসা মালিয়াত আন্নাফী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাওয়ায় প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই লক্ষ্যে আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। সরকারি মেডিকেলে চান্স পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ এলাকাসহ আমাদের দেশের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি। তিনি আরও বলেন, আমার এই ভালো ফলাফলের পেছনে মা-বাবা, শিক্ষকদের অবদান অপরিসীম।</p>

জেলার খবর

play storeapp store