ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সময় বাংলার ||
১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নাজমুল হাসান,স্পেশাল করেসপন্ডেন্ট | নরসিংদী
নরসিংদী জেলার বেলাবো উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রাতে বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে বেলাবো উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেলাবো উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ (কমল)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মতিউর রহমান ভুঁইয়া।
বেলাবো থানা সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ গ্রাম সুটুরিয়া থেকে সাব্বির আহমেদ কমলকে গ্রেফতার করা হয়।বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গ্রেফতারকৃত সাব্বির আহমেদ কমল সন্ত্রাস দমন আইনের একটি মামলায় সংশ্লিষ্ট। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এবং বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, বেলাবো থানার মামলা নং-১৬, তারিখ ১০-০২-২০২৫ ইং অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
জেলার খবর