ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড বৃদ্ধি - উদ্বেগে বাংলাদেশি প্রবাসীরা সতর্ক সরকারের
সময় বাংলার ||
২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড বৃদ্ধি - উদ্বেগে বাংলাদেশি প্রবাসীরা সতর্ক সরকারের
স্পেশাল করেসপন্ডেন্ট | সৌদি আরব রিয়াদ |
সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের খবরে দেশটিতে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। গত কয়েক দিনের আন্তর্জাতিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে সৌদি আরব আগের সব রেকর্ড ছাড়িয়ে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যার একটি অংশ বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বড় একটি অংশ মাদক পাচার, মাদক বহন, হত্যা ও নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুতর অপরাধে দণ্ডিত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি অতীতের বিভিন্ন ঘটনায় বাংলাদেশি নাগরিকদের নামও উঠে এসেছে। যদিও সাম্প্রতিক কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতি বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত। তাদের বড় অংশ স্বল্প আয়ের শ্রমনির্ভর কাজে নিয়োজিত, যেখানে ভাষাগত সীমাবদ্ধতা, আইনি অজ্ঞতা এবং দালালচক্রের ফাঁদে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধে অজান্তেই জড়িয়ে পড়ার অভিযোগে অনেক প্রবাসী কঠোর শাস্তির মুখোমুখি হন বলে সংশ্লিষ্টরা জানান।
রিয়াদে কর্মরত এক বাংলাদেশি শ্রমিক বলেন,“মৃত্যুদণ্ডের খবর শুনে সবাই আতঙ্কে আছি। অনেকেই আইন ঠিকভাবে জানে না, আবার কেউ কেউ অন্যের কথায় পড়ে বিপদে পড়ে যায়।” বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার প্রবাসীদের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করতে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,
“সৌদি আরবে কোনো বাংলাদেশি নাগরিক গুরুতর অপরাধে অভিযুক্ত হলে সরকার কনস্যুলার সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে। আমরা প্রবাসীদের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি।” রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকেও প্রবাসীদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে,
* কোনো ধরনের মাদক বহন বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে
* অপরিচিত কারও অনুরোধে লাগেজ, প্যাকেট বা মালামাল বহন করা যাবে না
* আইনি সমস্যায় পড়লে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে
মানবাধিকার ও বিশ্লেষকদের মত-মানবাধিকার সংগঠনগুলোর মতে, বিদেশি শ্রমিকরা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সহায়তা ও ভাষা সহায়তা পান না, যা মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তির ক্ষেত্রে গুরুতর উদ্বেগের বিষয়। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের এই ঊর্ধ্বগতি বাংলাদেশসহ শ্রমিক পাঠানো দেশগুলোর জন্য সতর্কবার্তা।তারা মনে করছেন, প্রবাসীদের আইনি সচেতনতা বৃদ্ধি, প্রাক-প্রবাস প্রশিক্ষণে আইন সংক্রান্ত বিষয় জোরদার করা এবং দূতাবাসের তৎপরতা আরও বাড়ানো জরুরি।সার্বিকভাবে, সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড বৃদ্ধি শুধু আন্তর্জাতিক মানবাধিকার বিতর্ক নয়, বরং বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, জীবন ও ভবিষ্যৎ নিয়েও গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে
জেলার খবর