ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জের এক পরিবার
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জের এক পরিবার
মোঃ সেলিম উদ্দিন জামালপুর |
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে পৈত্রিক জমি ফেরত চাওয়ায় এক অসহায় পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জাল দলিল তৈরি, প্রাণনাশের হুমকি এবং আদালতে দফায় দফায় মামলা দিয়ে একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আলী হোসেন।বুধবার (২৪ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি জামালপুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হোসেন জানান, দূর্গাপুর মৌজায় তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১.৬৩ একর জমি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ভোগদখল করে আসছে প্রতিবেশী আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী,ইয়াকুব আলী ও শাহ আলম ওরফে বুদু গংরা। জমির বৈধ মালিকানা দাবি করে আলী হোসেন বাটোয়ারা মামলা করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে একটি 'জাল দলিল' তৈরি করে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে।
ভুক্তভোগী জানান,প্রতিপক্ষের দাখিলকৃত দলিলটি নিয়ে সন্দেহ হলে তিনি আদালতে চ্যালেঞ্জ করেন।পরবর্তীতে পিবিআই (PBI) তদন্ত করে গত ০৩/০৯/২০২৫ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করে যে,দলিলটি সম্পূর্ণ জাল।আলী হোসেনের অভিযোগ,দলিল জাল প্রমাণিত হওয়ায় বিবাদীপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে।গত ০৫/১১/২০২৫ তারিখে আদালত চত্বরেই তাকে গুম ও হত্যার হুমকি দেয়া হয়।এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫১) করেন, যার সত্যতা পুলিশি তদন্তেও প্রমাণিত হয়েছে।তিনি আরও জানান,প্রতিপক্ষ শাহ আলম ওরফে বুদু ও তার ছেলে বেনজির আহমেদ মধু সিন্ডিকেট করে গত এক মাসে একই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ৪টি মামলা ও অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে বকশীগঞ্জ থানার অভিযোগ এবং সিআর আমলী আদালতের তদন্তেও তাদের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি (স্মারক নং- ৪২৫৭)। এমনকি মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে ৫ জন ঘটনার সময় ঢাকায় কর্মরত ছিলেন।সংবাদ সম্মেলনে আলী হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন,বিবাদী বুদু অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। সে ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে এলাকার আরও দুজনকে ভূমিহীন করেছে। এখন আমাকে হুমকি দিয়ে বলছে তোর সাথে খেলবো,দেখি তুই কতদূর যেতে পারিস।আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।
জেলার খবর