ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদন || Special Report

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শরিফুল হাসান সালথা প্রতিনিধি |

ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে আব্দুল মান্নান মোল্যা নামে এক ব্যাক্তি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।আব্দুল মান্নান মোল্যা ওই গ্রামের মৃত আলহাজ্ব তসলিম মোল্যার ছেলে।সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মোল্যা সাংবাদিকদের বলেন,আমি বিএনপির রাজনীতি করি। স্থানীয়ভাবে কারো সাথে গ্র্যাম্য দল করি না একার মত একা থাকি।গত কয়েক মাস আগে আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করে স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকেরা।

এর প্রতিবাদে আমি বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করি।মামলা দায়ের করার পর থেকে আমাকে নান্নু মেম্বার ও স্থানীয় জয়নাল প্রফেসর বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে তাদের দলে যোগদান ও মামলা উঠিয়ে নেওয়া জন্য।আমি রাজি না হওয়ায় গতকাল তাঁরা নামে এক বুড়ো মানুষ ও মুক্তার নামে আরেক লোক এই দুইকে মেরে আমার নামে মাডার মামলা দিবে বলে হুমকি ধামকি দিয়েছে।আমি সালথা থানার ওসির নিকট সুষ্ঠু তদন্ত করে যেকোন মামলা রেকর্ড করার অনুরোধ জানাই।তিনি আরো বলেন,আমি বাড়ি থাকি কোনো ধরনের ঝামেলার মধ্যে যাই না।আমি আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাই।এমনকি সংবাদ সম্মেলনে করার পূর্ব মূহুর্তে দেখুন ঐ পাড়ায় দুগ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হচ্ছে তাতে ও আমি আমার বাড়িতেই আছি।পরিশেষে তিনি বলেন,আমি জয়নাল প্রফেসরের সঙ্গে দল করি না ও তার হয়ে মারামারি হানাহানিতে সম্পৃক্ত হই না দেখে জয়নাল প্রফেসর তার উপর চাপ প্রয়োগ করছেন এবং তার নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>শরিফুল হাসান সালথা প্রতিনিধি |</strong></span></p><p><strong>ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে আব্দুল মান্নান মোল্যা নামে এক ব্যাক্তি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।আব্দুল মান্নান মোল্যা ওই গ্রামের মৃত আলহাজ্ব তসলিম মোল্যার ছেলে।সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মোল্যা সাংবাদিকদের বলেন,আমি বিএনপির রাজনীতি করি। স্থানীয়ভাবে কারো সাথে গ্র্যাম্য দল করি না একার মত একা থাকি।গত কয়েক মাস আগে আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করে স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকেরা।</strong></p><p>এর প্রতিবাদে আমি বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করি।মামলা দায়ের করার পর থেকে আমাকে নান্নু মেম্বার ও স্থানীয় জয়নাল প্রফেসর বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে তাদের দলে যোগদান ও মামলা উঠিয়ে নেওয়া জন্য।আমি রাজি না হওয়ায় গতকাল তাঁরা নামে এক বুড়ো মানুষ ও মুক্তার নামে আরেক লোক এই দুইকে মেরে আমার নামে মাডার মামলা দিবে বলে হুমকি ধামকি দিয়েছে।আমি সালথা থানার ওসির নিকট সুষ্ঠু তদন্ত করে যেকোন মামলা রেকর্ড করার অনুরোধ জানাই।তিনি আরো বলেন,আমি বাড়ি থাকি কোনো ধরনের ঝামেলার মধ্যে যাই না।আমি আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাই।এমনকি সংবাদ সম্মেলনে করার পূর্ব মূহুর্তে দেখুন ঐ পাড়ায় দুগ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হচ্ছে তাতে ও আমি আমার বাড়িতেই আছি।পরিশেষে তিনি বলেন,আমি জয়নাল প্রফেসরের সঙ্গে দল করি না ও তার হয়ে মারামারি হানাহানিতে সম্পৃক্ত হই না দেখে জয়নাল প্রফেসর তার উপর চাপ প্রয়োগ করছেন এবং তার নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন।</p>

জেলার খবর

play storeapp store