ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মধুপুরে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
মধুপুরে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত
আলকামা সিকদার টাঙ্গাইল প্রতিনিধি |
টাঙ্গাইলের লাল মাটির মধুপুর গড়াঞ্চলে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দ আমেজে উদযাপিত হয়েছে।নির্বিগ্নে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বড় দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মধুপুর গড় এলাকার জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী ও পীরগাছা সেন্টপৌল ধর্ম পল্লী,উত্তর মমিনপুরসহ বিভিন্ন উপাসনালয়ে কেকে কাটা, গির্জা করা হয়। গির্জা শেষে শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষরা বাড়ী বাড়ী গিয়ে কীর্তন পরিবেশন করে।
খ্রীস্টানদের ধর্মপল্লী, উপসনালয় ও বাড়ীঘর সাজানো হয়েছে বর্ণীল সাজে। এছাড়াও ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী চার্চে এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দেন।মধুপুরের মমিনপুর,জলছত্র,ইদিলপুর,পীরগাছা,সাইনামারি,ধরাটিসহ বিভিন্ন গ্রামে গ্রামে চলছে পিঠা উৎসব।২৫ ডিসেম্বর প্রভূ যীশু খ্রীস্টের শুভ জম্মদিন। এদিনে আমাদের খ্রীষ্ট ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন।এ উৎসব কে ঘিরে ২৪ ডিসেম্বর রাত ৮ টার সময় বড় দিনের প্রার্থনা উৎসব, ৯ টায় কেক কাটা হয়।
জেলার খবর