ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
ছাতকে বড়গোল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ছাতকে বড়গোল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধন
ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি |
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বড়গোল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২৬ইং (সিজন-৩) এর আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় গনেশপুর বড়গোল মাঠে জমকালো এক অনুষ্টানে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাজী আরিছ উদ্দিন,৭নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ১নং ওয়ার্ড মেম্বার ইসলাম উদ্দিন,৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া,৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন,৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য হাজী বদরুল আলম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুলু মিয়া, বিশিষ্ট মুরব্বি এস জামান, রুহুল আমিন, এবাদুর রহমান, দাতা সদস্য হাজী জামিল আহমদ, মো: রাজন মিয়া।এবারের উক্ত প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ছাতক, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের ৩২টি দল অংশ নিবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। উদ্বোধনী ম্যাচে মুখোমিখি হয় সানফ্লাওয়ার কোচবাড়ী বনাম চৌকিদিঘী সিলেট।খেলার প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল (দাতা হাজী মো.জামিল আহমদ) ২য় পুরস্কার একটি বড় ফ্রিজ (দাতা কামরান হোসেন)। এছাড়াও প্রতিটি ম্যাচে রয়েছে ম্যান অব দ্যা ম্যাচ,গেইস চেঞ্জার অব দ্যা ম্যাচ, মোষ্ট সিক্স অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার রয়েছে। উদ্বোধনী খেলা দেখতে জড়ো হয়ে ছিলেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
জেলার খবর