ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

জামালপুর-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন

বিশেষ প্রতিবেদন || Special Report

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জামালপুর-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর (৫) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুরের সাবেক সফল পৌর মেয়র এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নের খবর প্রকাশের পরপরই জামালপুর সদর জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।জননেতা মামুন ভাইয়ের চূড়ান্ত মনোনয়ন লাভে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে বিএনপি জামালপুর জেলা শাখা। এক বিবৃতিতে জেলা বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।উল্লেখ্য,শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন দীর্ঘদিন ধরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক ভাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ত্যাগী নেতৃত্ব, জনপ্রিয়তা ও সংগঠক হিসেবে দক্ষতার কারণে তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন—জামালপুর-৫ আসনে এবার ধানের শীষের বিজয় কেবল সময়ের অপেক্ষা।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>জামালপুর-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |</strong></span></p><p><strong>আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর (৫) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুরের সাবেক সফল পৌর মেয়র এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।</strong></p><p>এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নের খবর প্রকাশের পরপরই জামালপুর সদর জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।জননেতা মামুন ভাইয়ের চূড়ান্ত মনোনয়ন লাভে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে বিএনপি জামালপুর জেলা শাখা। এক বিবৃতিতে জেলা বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।উল্লেখ্য,শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন দীর্ঘদিন ধরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক ভাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ত্যাগী নেতৃত্ব, জনপ্রিয়তা ও সংগঠক হিসেবে দক্ষতার কারণে তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন—জামালপুর-৫ আসনে এবার ধানের শীষের বিজয় কেবল সময়ের অপেক্ষা।</p>

জেলার খবর

play storeapp store