ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মজিদপুর দয়াহাটায় অটোরিকশা চোর গ্রেফতার চোরাই মিশুক উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
মজিদপুর দয়াহাটায় অটোরিকশা চোর গ্রেফতার চোরাই মিশুক উদ্ধার
মোঃ রুবেল বেপারী | মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পুলিশের অভিযানে এক অটোরিকশা চোরকে গ্রেফতার করা হয়েছে।এ সময় চোরাই একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৩৭), পিতা-রমিজুদ্দিন,পেশায় একজন ব্যাটারিচালিত অটোচালক।গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তার মালিকানাধীন ব্যাটারিচালিত মিশুক অটোগাড়িটি দয়াহাটা এলাকার রমজান মেম্বারের গ্যারেজে চার্জে রেখে বাড়িতে চলে যান।রাতে ঘুমানোর আগে পুনরায় গ্যারেজে এসে তিনি দেখতে পান,অটোগাড়িটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
পরবর্তীতে তিনি বিষয়টি শ্রীনগর থানায় অবহিত করলে থানার এসআই (নিঃ) গণেষ চন্দ্র বিশ্বাস তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টায় শ্রীনগর থানাধীন মজিদপুর দয়াহাটা এলাকা থেকে অটোরিকশা চোর মোঃ তুহিন শেখ (৩০),পিতা-মিজানুর রহমান শেখ, সাং-মজিদপুর দয়াহাটা,বীরতারা, থানা-শ্রীনগর,জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।এ সময় তার দখল হতে চোরাই তিন চাকা বিশিষ্ট ০৪টি ব্যাটারিযুক্ত বাংলা আল মদিনা বডির লাল রঙের একটি পুরাতন মিশুক অটোগাড়ি উদ্ধার ও জব্দ করা হয়।এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা নং-৩০, তারিখ-২৬.১২.২০২৫; ধারা-৩৮০/৪১১ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জেলার খবর