ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

জগতের সকল প্রাণির হিতসুখ তথা দেশ জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনা খাগড়াছড়িতে গণ প্রবজ্জ্যা

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জগতের সকল প্রাণির হিতসুখ তথা দেশ জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনা খাগড়াছড়িতে গণ প্রবজ্জ্যা

খাগড়াছড়ি প্রতিনিধি |

জগতের সকল প্রাণির হিতসুখ,তথা দেশ জাতি ও বিশ শান্তির মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধমুর্তি দান,সংঘ দান ও গণ প্রবজ্জ্যা গ্রহন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।কনিবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুঠিরে এ গণ প্রবজ্জ্যা প্রদান করেন আর্য অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান আনন্দ ভান্তে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৪৫ জন বৌদ্ধ ধর্মালম্বী পুরুষ সাত দিনের জন্য গণ প্রবজ্জ্যা গ্রহন করেন। শুক্রবার থেকে তারা কুঠিরে অবস্থান গৃহী ধর্ম ত্যাগ করে নয় দিন পর্যন্ত জগতের জগতের সকল প্রাণির হিতসুখ ও বিশ্বের শান্তি মঙ্গল কামনায় বুদ্ধের নির্দেশিত পথ অনুসরন করে ধ্যান, সাধনা পালন করবেন। প্রতি বছর সকল প্রাণি হিতসুখ দেশ জাতি তথা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটি করে থকেন বর্ণাল আর্য অরণ্য কুঠিরের বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ ভান্তে ও কুঠিরের উপাসক –উপাসিকারা।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>জগতের সকল প্রাণির হিতসুখ তথা দেশ জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনা খাগড়াছড়িতে গণ প্রবজ্জ্যা</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>খাগড়াছড়ি প্রতিনিধি |</strong></span></p><p><strong>জগতের সকল প্রাণির হিতসুখ,তথা দেশ জাতি ও বিশ শান্তির মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধমুর্তি দান,সংঘ দান ও গণ প্রবজ্জ্যা গ্রহন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।কনিবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুঠিরে এ গণ প্রবজ্জ্যা প্রদান করেন আর্য অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান আনন্দ ভান্তে।</strong></p><p>অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৪৫ জন বৌদ্ধ ধর্মালম্বী পুরুষ সাত দিনের জন্য গণ প্রবজ্জ্যা গ্রহন করেন। শুক্রবার থেকে তারা কুঠিরে অবস্থান গৃহী ধর্ম ত্যাগ করে নয় দিন পর্যন্ত জগতের জগতের সকল প্রাণির হিতসুখ ও বিশ্বের শান্তি মঙ্গল কামনায় বুদ্ধের নির্দেশিত পথ অনুসরন করে ধ্যান, সাধনা পালন করবেন। প্রতি বছর সকল প্রাণি হিতসুখ দেশ জাতি তথা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটি করে থকেন বর্ণাল আর্য অরণ্য কুঠিরের বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ ভান্তে ও কুঠিরের উপাসক –উপাসিকারা।</p>

জেলার খবর

play storeapp store