ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
বিএনপি'র নির্বাচনী অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী শাহাবুদ্দিন মিয়া
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
বিএনপি'র নির্বাচনী অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী শাহাবুদ্দিন মিয়া
শামীম হাসান | মুকসুদপুর প্রতিনিধি |
বিএনপি'র নির্বাচনে অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী শাহাবুদ্দিন মিয়া।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ বছর পর সুদূর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় অবতরণের পর হেলিকপ্টারে চড়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছালেন সৌদি প্রবাসী,বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।
সফরসঙ্গী হিসেবে ছিলেন শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া ও দুই সন্তান। হেলিকপ্টার অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।এদিকে দীর্ঘ এক দশক পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলেই শাহাবুদ্দিন মিয়াকে ফুল দিয়ে বরণ করেন।
জেলার খবর