ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

মধুপুরে সাংবাদিক ঐক্য ফেডারেশনের পরিচিতি ও বনভোজন

বিশেষ প্রতিবেদন || Special Report

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মধুপুরে সাংবাদিক ঐক্য ফেডারেশনের পরিচিতি ও বনভোজন

আলকামা সিকদার | টাঙ্গাইল |

টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মান্দী নৃত্য ও গানের ও তাদের তৈরি উত্তীয় পরিধানের মধ্য দিয়ে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের ঐতিহ্য শালবনস্থ মধুপুর জাতীয় উদ্যানের চুনিয়া কটেজে তিনটি সংগঠনের প্ল্যাটফর্ম সাংবাদিক ঐক্য ফেডারেশন এ আনন্দঘন অনুষ্ঠানটির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (নর্থ-টাঙ্গাইল) এর সদস্যরা চুনিয়া কটেজে পৌঁছালে আদিবাসী নারীরা ঐতিহ্যবাহী মান্দী নৃত্যের মাধ্যমে সদস্যদের সংবর্ধনা জানায়।

পরে সকল সদস্যদের পরিচিতি, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ মান্দী নাচ-গানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মহাব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির(নর্থ-টাঙ্গাইল) সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল প্রমুখ। বক্তারা সাংবাদিকতার পেশাদারিত্বের মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির(নর্থ-টাঙ্গাইল) প্ল্যাটফর্ম সাংবাদিক ঐক্য ফেডারেশনের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>মধুপুরে সাংবাদিক ঐক্য ফেডারেশনের পরিচিতি ও বনভোজন </strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>আলকামা সিকদার | টাঙ্গাইল |</strong></span></p><p><strong>টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মান্দী নৃত্য ও গানের ও তাদের তৈরি উত্তীয় পরিধানের মধ্য দিয়ে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের ঐতিহ্য শালবনস্থ মধুপুর জাতীয় উদ্যানের চুনিয়া কটেজে তিনটি সংগঠনের প্ল্যাটফর্ম সাংবাদিক ঐক্য ফেডারেশন এ আনন্দঘন অনুষ্ঠানটির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (নর্থ-টাঙ্গাইল) এর সদস্যরা চুনিয়া কটেজে পৌঁছালে আদিবাসী নারীরা ঐতিহ্যবাহী মান্দী নৃত্যের মাধ্যমে সদস্যদের সংবর্ধনা জানায়।</strong></p><p>পরে সকল সদস্যদের পরিচিতি, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ মান্দী নাচ-গানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মহাব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির(নর্থ-টাঙ্গাইল) সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল প্রমুখ। বক্তারা সাংবাদিকতার পেশাদারিত্বের মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির(নর্থ-টাঙ্গাইল) প্ল্যাটফর্ম সাংবাদিক ঐক্য ফেডারেশনের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।</p>

জেলার খবর

play storeapp store