ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

বিএনপি প্রার্থী আনিসুল হকের মনোনয়ন দাখিল

বিশেষ প্রতিবেদন || Special Report

৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বিএনপি প্রার্থী আনিসুল হকের মনোনয়ন দাখিল

শফিকুল ইসলাম শফিক |

সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জনপ্রিয় নেতা আলহাজ্ব আনিসুল হক আনিস।মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আনিসুল হক জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আরোও বলেন নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে।সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ ইলিয়াস মিয়া প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে ।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>বিএনপি প্রার্থী আনিসুল হকের মনোনয়ন দাখিল</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>শফিকুল ইসলাম শফিক |</strong></span></p><p><strong>সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জনপ্রিয় নেতা আলহাজ্ব আনিসুল হক আনিস।মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আনিসুল হক জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।</strong></p><p>আরোও বলেন নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে।সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ ইলিয়াস মিয়া প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে ।</p>

জেলার খবর

play storeapp store