ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে জাসাস ফুলবাড়ী শাখার শোক
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে জাসাস ফুলবাড়ী শাখার শোক
মোঃ নাজমুল হাসান | কুড়িগ্রাম প্রতিনিধি |
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা(জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জাসাস,ফুলবাড়ী, কুড়িগ্রাম শাখার আহব্বায়ক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় ও দৃঢ়চেতা নেতৃত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতির বিকাশে তাঁর অবদান ইতিহাসে অসামান্য।একজন সাহসী ও আপসহীন রাজনৈতিক চরিত্র হিসেবে তিনি দেশের মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে আজন্ম সংগ্রামী নেত্রী। নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক রূপান্তরে তিনি এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল। এ শোকাবহ মুহূর্তে জাসাস, ফুলবাড়ী শাখা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন,দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
জেলার খবর