ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম

জীতেন বড়–য়া | খাগড়াছড়ি |

খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। ২০২৬ শিক্ষা বর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৭ শ ৬ টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ শ ২৩ টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে চার লক্ষ সাতান্ন হাজার ছয়শত বিরানব্বই টি বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বৃহষ্প্রতিবার সকালে খাগড়াছড়ি দক্ষিন খবংপড়িয়া সরকারী প্রাথমিক সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অ আনুষ্টানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলা দেয়া হয়।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা,পধান শিক্ষক বিজয়া খীসা সহ অবিভাবকরা উপস্থিত ছিলেন।বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক পেয়ে উ”চ্ছ¡াসিত শিক্ষার্থীরা। এদিকে বছরের প্রথমদিনে খাগড়াছড়ির প্রায় ৩৯ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে চাকমা ভাষায় রচিত ৩৮ হাজার ৬৮ জন চাকমা,মারমা ভাষায় রচিত ২২ হাজার ৫শ ৩৫টি বই ও ত্রিপুরা ভাষায় রচিত ২৬ হাজার ৩শ ৯৮টি বই বিতরণ করা হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় রচিত বই দেয়া হয়। এছাড়া প্রাক প্রাথমিকে ২০ হাজার ১শ ৪৬ টি বই বিতরণ করা হয়।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>জীতেন বড়–য়া | খাগড়াছড়ি |</strong></span></p><p><strong>খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। ২০২৬ শিক্ষা বর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৭ শ ৬ টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ শ ২৩ টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে চার লক্ষ সাতান্ন হাজার ছয়শত বিরানব্বই টি বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বৃহষ্প্রতিবার সকালে খাগড়াছড়ি দক্ষিন খবংপড়িয়া সরকারী প্রাথমিক সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অ আনুষ্টানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলা দেয়া হয়।</strong></p><p>এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা,পধান শিক্ষক বিজয়া খীসা সহ অবিভাবকরা উপস্থিত ছিলেন।বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক পেয়ে উ”চ্ছ¡াসিত শিক্ষার্থীরা। এদিকে বছরের প্রথমদিনে খাগড়াছড়ির প্রায় ৩৯ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে চাকমা ভাষায় রচিত ৩৮ হাজার ৬৮ জন চাকমা,মারমা ভাষায় রচিত ২২ হাজার ৫শ ৩৫টি বই ও ত্রিপুরা ভাষায় রচিত ২৬ হাজার ৩শ ৯৮টি বই বিতরণ করা হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় রচিত বই দেয়া হয়। এছাড়া প্রাক প্রাথমিকে ২০ হাজার ১শ ৪৬ টি বই বিতরণ করা হয়।</p><p></p>

জেলার খবর

play storeapp store