ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত রবিউল আউয়াল লাভলু
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত রবিউল আউয়াল লাভলু
সোলায়মান | নাগরপুর প্রতিনিধি |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নির্বাচনী এলাকা নং–১০৫) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসারের যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে দাখিল করা মনোনয়নপত্র, হলফনামা, দলীয় মনোনয়নপত্র, প্রস্তাবক-সমর্থকের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্বাচন বিধিমালা অনুযায়ী সব কিছু সঠিক পাওয়ায় তার প্রার্থীতা বহাল রাখা হয়।মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর টাঙ্গাইল-৬ আসনে রবিউল আউয়াল লাভলুর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও তিনি জনগণের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন রবিউল আউয়াল লাভলু। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
জেলার খবর