ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
সময় বাংলার ||
০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
স্পেশাল ক্রসপন্ডেন্ট,শফিকুল ইসলাম শফিক |
“নক্ষত্র একদিন ঝরে যায়, কিন্তু সেই নক্ষত্রই দিকনির্দেশনা দেয়। তার আলো কখনো নিভে না। মৃত্যু শুধু শরীরকে থামায়, ইতিহাসকে নয়”এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার দাখিল মাদ্রাসার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং উত্তর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির (১ম) যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশাহিদ তালুকদার, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, যুবদলের সিনিয়র আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল।এছাড়া উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জমির হোসেন, ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান শিকদার, মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জিয়া সৈনিক দলের সভাপতি মোঃ হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজ যারা গণতন্ত্রকে কণ্ঠরোধ করতে চায়, তাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই রাজপথে আন্দোলন জোরদার করতে হবে। তাঁর দেখানো পথে চলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।বক্তব্যের শেষাংশে তিনি মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলার খবর