ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ ৫২ জন পরীক্ষার্থী আটক
সময় বাংলার ||
০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ ৫২ জন পরীক্ষার্থী আটক
গাইবান্ধা প্রতিনিধি|
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএমএস এর নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছে।শুক্রবার গাইবান্ধা শহরের ৩৭টি,পলাশবাড়ীতে ৪টি ও ফুলছড়ীতে ২ কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। এ সময় তাদের শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পরে আটক হওয়া ব্যক্তিদের পুলিশ থানা হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয় গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পপ্রয়োাজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জেলার খবর