ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
আমতলীতে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
আমতলীতে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ
বরগুনা প্রতিনিধি |
শীতার্ত শিশুদের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে আমতলীতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাসিমুল উলুম জামিয়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৫ জন শিশু এবং কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাদ্রাসার ২০ জন শিশুর মাঝে মোট ৪০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এবং আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম কাউসার।অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।কম্বল পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ এই মানবিক সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলার খবর