ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
শ্রীনগরে ভোটকেন্দ্রের প্রস্তুতি ও সড়ক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শ্রীনগরে ভোটকেন্দ্রের প্রস্তুতি ও সড়ক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ প্রতিনিধি |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটারদের যাতায়াতের সড়ক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল,উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কাঠালবাড়ী আশ্রাফিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, বাঘড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯নং জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৯নং ছত্রভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লিটল স্টার কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলসহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।এসময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কার্যক্রম, কেন্দ্রের ভৌত অবস্থা ও ভোটারদের যাতায়াত সুবিধা পর্যালোচনা করেন। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
জেলার খবর