ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ভোট ভাগাভাগির শঙ্কা ভালো কিছুর আশায় জামায়াত জোট
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ভোট ভাগাভাগির শঙ্কা ভালো কিছুর আশায় জামায়াত জোট
মোঃ রুবেল বেপারী | মুন্সীগঞ্জ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের রাজনৈতিক সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে। বিএনপি এই আসনটিকে তাদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে গণ্য করলেও এবার দলীয় কোন্দল ও স্বতন্ত্র প্রার্থীদের দাপটে সেখানে ফাটল ধরার শঙ্কা দেখা দিয়েছে। এই অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে 'ক্লিন ইমেজ' ও সাংগঠনিক শক্তিতে ভোটের হিসাব বদলে দিতে চাইছে জামায়াত ও তাদের রাজনৈতিক জোট।বিএনপির অভ্যন্তরীণ ‘কাঁটা’ নির্বাচনী বিশ্লেষক মোঃ রুবেল বেপারী ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই আসনে ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন ভোটারের একটি বিশাল অংশ বিএনপির সমর্থক। তবে কেন্দ্রীয়ভাবে শেখ মো. আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। তৃণমূলের পছন্দের দুই হেভিওয়েট নেতা—মমিন আলী এবং মীর সরফত আলী সপু স্বতন্ত্র হিসেবে মাঠে সক্রিয় থাকায় বিএনপির ভোট ব্যাংক স্পষ্টত তিন ভাগে বিভক্ত হওয়ার মুখে।
বিশ্লেষকদের আশঙ্কা, এই ভোট ভাগাভাগি শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর ভরাডুবির কারণ হতে পারে।সুবিধাজনক অবস্থানে জামায়াত-এনসিপি জোট বিএনপির এই অস্থিরতার বিপরীতে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। সিরাজদিখান ও শ্রীনগরের গ্রামীণ জনপদে জামায়াতের একটি নিজস্ব ভোট ব্যাংক আগে থেকেই ছিল। এবার তারা তরুণ ভোটার ও শিক্ষিত সমাজকে টার্গেট করে "সততা ও উন্নয়ন"-এর স্লোগান নিয়ে মাঠে নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোট কাটাকাটি হয়, তবে জামায়াত জোট তাদের ক্যাডার ভোট এবং নতুন ভোটারদের সমর্থনে অবিশ্বাস্য কোনো ফলাফল বয়ে আনতে পারে।ভোটের সমীকরণ ও তরুণদের ভাবনা এবারের নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ৩ লক্ষ ৭৭ হাজার ৫১২টি ভোট বাক্সে পড়তে পারে। এই বিশাল ভোটযজ্ঞে 'তুরুপের তাস' হতে যাচ্ছে তরুণ ভোটাররা। তারা কোনো দলের অন্ধ অনুসারী না হয়ে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন নতুন মুখ খুঁজছে।মুন্সীগঞ্জ-১ আসনের সাধারণ ভোটারদের মধ্যে এখন একটাই প্রশ্ন—ঐতিহ্যবাহী ভোট ব্যাংক রক্ষা করতে পারবে কি বিএনপি, নাকি কোন্দলের সুযোগে জামায়াত জোট এখানে নতুন ইতিহাস গড়বে?
জেলার খবর