ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬

নবীনগরে টক অব দ্যা টাউন বিএনপি'র দুই এমপি পদ প্রার্থী

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন


FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নবীনগরে টক অব দ্যা টাউন বিএনপি'র দুই এমপি পদ প্রার্থী

সঞ্জয় শীল | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের আসন্ন নির্বাচনে চায়ের স্টল থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক আড্ডায় "টক অব দ্যা টাউনে" বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দুই এমপি পদ প্রার্থী।বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ব্রাহ্মণবাড়িয়া জেলার সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান দলীয় নমিনেশন পেয়ে ধানের শীষের প্রতিকে লড়বেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসকে ঘিরে এই আলোচনা।স্থানিয় বিএনপি'র নেতাকর্মীরা কাকে বেছে নিবেন এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাদের কেউ বলেন, দুজনই বিএনপি'র যাকে যোগ্য মনে হয় তাকেই ভোট দিবো। কেউ বলেন, ধানের শীষ প্রতিকের বাইরে যাওয়ার সুযোগ নেই। আবার কেউ বলছেন দ্বিধায় আছেন।

<p><span style="color: rgb(0, 0, 0);"><strong>নবীনগরে টক অব দ্যা টাউন বিএনপি'র দুই এমপি পদ প্রার্থী</strong></span></p><p><span style="color: rgb(229, 57, 53);"><strong>সঞ্জয় শীল | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |</strong></span></p><p><strong>ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের আসন্ন নির্বাচনে চায়ের স্টল থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক আড্ডায় "টক অব দ্যা টাউনে" বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দুই এমপি পদ প্রার্থী।বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ব্রাহ্মণবাড়িয়া জেলার সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান দলীয় নমিনেশন পেয়ে ধানের শীষের প্রতিকে লড়বেন।</strong></p><p>এদিকে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসকে ঘিরে এই আলোচনা।স্থানিয় বিএনপি'র নেতাকর্মীরা কাকে বেছে নিবেন এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাদের কেউ বলেন, দুজনই বিএনপি'র যাকে যোগ্য মনে হয় তাকেই ভোট দিবো। কেউ বলেন, ধানের শীষ প্রতিকের বাইরে যাওয়ার সুযোগ নেই। আবার কেউ বলছেন দ্বিধায় আছেন।</p>

জেলার খবর

play storeapp store