ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
শ্রীনগরে সকলের প্রিয় মনা দাস পরপারে
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শ্রীনগরে সকলের প্রিয় মনা দাস পরপারে
আব্দুল মান্নান সিদ্দিকী | মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়ার কালী পূজা উদযাপন কমিটির সদস্য মনা দাস ১৪ জানুয়ারি ২০২৬ দুপুর দুই টায় কালী মন্দির ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান,তিনি দুপুরে সেলুন হতে নিজের মুখমণ্ডল সেভ করে মন্দিরের কাছে পৌঁছলে হঠাৎ বাম পাজরে ব্যাথা হলে তিনি মন্দিরা আশ্রয় নেন এবং সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যান ।
নিকটতম আত্মীয়রাতাকে অজ্ঞান অবস্থায় ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় স্থানীয়দের মাঝে শোকহত পরিবেশের সৃষ্টি হয়।জাহানাবাদ কাদিরের দোকানের মার্কেটে অটো রিক্সা গ্যারেজ থাকায় ব্যবসায়ীদের সাথে তার ছিল সুসম্পর্ক।স্থানীয় ব্যবসায়ীরা জনান,মনা দাস ছিলেন একজন ভালো মানুষ ।জীবদ্দশায় তিনি কারো সাথেখারাপ ব্যবহার করেননি।তাকে শেষবার এক নজর দেখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষ ভিড় জমান তার বাড়িতে।
জেলার খবর