ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার ১জন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার ১জন
শফিকুল ইসলাম শফিক |
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যনগর থানা পুলিশের একটি দল উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নুরুল হক নামে মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইছামারি গ্রামের বাসিন্দা ও মো. রহিম মিয়ার ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, এতে কয়েকজন ব্যক্তি আহত হন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে থানায় মামলা দায়ের করা হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় থানায় আনা হয়। বুধবার যথাযথ পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলার খবর