ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫ তম ওরস শুরু
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫ তম ওরস শুরু
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.)-এর ৬৮৫তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।বুধবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার পৌর শহরের শাহ্ মোস্তফা সড়কের শাহ্ মোস্তফা মাজারে বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আজগারের শুরু হয় ওরস।আগামীকাল বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী চলা ওরসের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ওরস উদ্যাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল।
এ ছাড়া সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশিকানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি। প্রতিবছরই ওরসকে ঘিরে শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, গয়না, শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই-তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে।দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন। বাড়ছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা।মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন, মাজার ও ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
জেলার খবর