ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ, ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৌড়ে ১৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৌড়ে ১৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের ৬ নম্বর একাটুনা ইউনিয়নের বড়তলা মাঠে কালের পরিক্রমায় অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গ্রামবাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী মাঠে ভিড় করেন।১৪ জানুয়ারী বুধবার দুপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মৌলভীবাজার আয়োজনে একাটুনা বটতলা মেলা পরিচালনা কমিটির আয়োজনে স্থানীয় বড়তলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।ঘোড়া দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত দক্ষ ঘোড়সওয়াররা অংশ নেন। ঢোলের তালে তালে ঘোড়ার দৌড়, আর টগবগ শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে শুরু করে বৃদ্ধÍসব বয়সী মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায়।এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয় মোট ১৫টি ঘোড়া। প্রতিটি রাউন্ডেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের শ্বাসরুদ্ধকর অপেক্ষা।ছাদিকু রহমানের সভাপতিত্বে এবং আজিজুল হক সেলিমের সঞ্চালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসেরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।স্থানীয়দের মতে,এমন আয়োজন নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আয়োজক ছাদিকু রহমান বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই প্রতি বছর এই ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়সওয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকার করে চাপাইনবাবগঞ্জের ‘সোনারী হাট’। দ্বিতীয় হয় চুনারুঘাটের ‘আরিফ বাংলা’ এবং তৃতীয় স্থান অর্জন করে টঙ্গীর ‘বাংলা নবাব।
জেলার খবর