সম্প্রীতির দৌড়: রাঙামাটিতে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মিনি ম্যারাথন ২০২৫
০৩ নভেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
নানান জাতিগোষ্ঠীর সহাবস্থানের বৈচিত্র্যময় পার্বত্য জেলা রাঙামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য আয়োজন সম্প্রীতি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই মিনি ম্যারাথনটি রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) ড. ফরহাদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন এবং ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা।জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা প্রশংসা প্রকাশ করেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর উপায়।